Dhaka College students New Market shopkeepers clash || শিক্ষার্থী-ব্যবসায়ী সং ঘর্ষ নিউমার্কেট

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সং ঘর্ষের ঘটনা ঘটেছে


সং ঘর্ষের সূত্রপাত কী নিয়ে জানতে চাইলে এসি শরীফ বলেন, ‘সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।’

তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মার ধর করে ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহ ত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়েছে।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙ চুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ার গ্যাস ও রাবার বুলে ট নিক্ষেপ করে পুলিশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো সং ঘর্ষ চলছে।

Dhaka College students New Market shopkeepers clash || শিক্ষার্থী-ব্যবসায়ী সং ঘর্ষ নিউমার্কেট


Dhaka collstudent new market নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ রণক্ষেত্র নিউমার্কেট ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

Post a Comment

0 Comments